কবিতা :-অবেলার ইচ্ছা
         মনোজ ভৌমিক


এই চলো নাগো আজকে আবার আজনবি হয়ে যাই!
নতুন করে দু'জন মিলেই দু'জনারে খুঁজে বেড়াই!!
হিমেল হাওয়া যাচ্ছে চলে দ্বারে দখিনা বাতাস,
তোমার মনে নেই কেনো গো সেই পুরোনো সুখের আশ!
একটু না হয় সময়টা এখন হয়েছে সাঁঝবেলা,
শরীরের বয়স হলেও আজিও শেষ হয়নি খেলা!
ইঁট পাথরের দেওয়াল ঘরে আবদ্ধ দুটি মন,
ঘরের মাঝের হিসেবে নিকেশ করছে জ্বালাতন।
শরীরের বয়স হোক না যতই মনটাকে তো দেখো,
মনের বয়সটা বাড়ে কি কভূ ! সাগরকে দেখে শেখো।
চলো নাগো আজকে হাতে হাত রেখে পার্কে বেড়িয়ে আসি,
ভালোবাসার সেই চেয়ারটাতে আবার আমরা বসি।
কথার মাঝে আবেগী চোখে হাসবে সেই পুরোনো হাসি,
লজ্জা রাঙা ঠোঁট কাঁপিয়ে বলবে,"তোমায় ভালোবাসি।"
হৃদ সাগরে ওঠানামায় ফের অশান্ত সেই ঢেউ!
শুষ্ক প্রায় মরুর বৃষ্টিধারা দেখবে না তো কেউ!!
বন্ধু হয়েই হাঁটবো না হয় অনেকটা দূর পথ,
পথের নিশানা হারিয়ে গেলে নেবো নতুনের শপথ।