কবিতা:- অবশেষে তুমি এলে
  ✍️  মনোজ ভৌমিক


দীর্ঘ তিন মাস গভীর প্রতীক্ষার পর অবশেষে তুমি এলে!
উন্মনা মন নিয়ে.. বিন্যস্ত পরিধানে...এক্কেবারে এলোচুলে!


হিসেবী কথাগুলো উড়ছিলো সদা পাগল হাওয়ার ছলে,
চোখের কাজলে আজও সেই পুরাতন ভাবনা কথা বলে।


শেষ ফাগুনের বেশ কিছুদিন তুমি আমার সাথেই ছিলে,
অকস্মাৎ আমায় না বলে তুমি কোথায় যে হারিয়ে গেলে!


চাতকী তৃষ্ণা বুকে আমি খুঁজেছি যে তোমায় কত!
হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমাতেই তো হত।


খোলা বারান্দায় এসে দাঁড়ালাম মনের জানালা খুলে,
অবশেষে তুমি এলে সেই চির পুরাতন ছন্দ ও তালে।


ক্লান্ত দেহ,বিষণ্ণ মন,ওরা দাঁড়িয়ে হাজার হাত তুলে,
অকুতোভয়া রিক্তাও জেগে আছে, একটু ভালোবাসা পাবে বলে।


মুগ্ধ চিত্তে দাঁড়িয়ে রয়েছি তোমার স্নিগ্ধ স্পর্শের ছলে,
বৃষ্টি তুমি এসে আমার সর্বাঙ্গে শিহরণ জাগিয়ে দিলে।