কবিতা:- অবুঝ ভ্রমর
কবি:- মনোজ ভৌমিক


ঐ ভ্রমরটা অবুঝ কেন এত!
সব ফুলেতে মধু খোঁজে কত!
কত ফুল যে ফোটে কানন মাঝে!
সব ফুলে কি মধু ভরা থাকে!
বোঝে না ভ্রমর এই কথাটি কেন?


শিউলি রাতের ভোরেই ঝরে গেল।
টগরগুলি শিশির ঝেড়ে নিল।
বকুলগুলি শুকিয়ে কেন গেল!
ওর বোঁটাতে হেমন্ত কি ধরা দিল?
অবুঝ ভ্রমর বুঝবে কবে বলো!


তাই কি ভ্রমর ঘুরছে হেতা হোথা!
মনের পিয়াস বোঝাবে সে কোথা!
হেমন্ত দিনে ফাগুন খোঁজা বৃথা।
পাগল ভ্রমর বোঝে না সত্যি কথা।
তাই কি ভ্রমর হতাশ হল হেথা!


এই ভ্রমর,দেখ,সন্ধ্যা হল এখন।
ফুলগুলি সব ঝরে গেছে কখন!
এখন মধু কোথায় খুঁজিস ওরে!
যা না ফিরে,ভ্রমরী একলা ঘরে।
অবুঝ ভ্রমর কেন বুঝিস না ওরে!
সন্ধ্যাবেলা মধু কি ফুলে ঝরে!