কবিতাঃ-ওদের জ্বালাবে কে এখন
✍️ মনোজ ভৌমিক


জ্বলবে আগুন সাজবে রাবণ
প্রতি নবমীর শেষ প্রাতে,
অশুভ শক্তির হবেই বিনাশ
দশেরার ওই শেষ রাতে!


ধর্মের ধ্বজা উড্ডীন হবে
আতশী আলোর নব সাজে,
মানবতা আজও মৃত কঙ্কাল
লাগছে বলো কোন কাজে?


হিংসা আগুনে জ্বলছে এ ধরা
প্রতিনিয়ত রাবণ জ্বলছে কি?
ধর্ম জাতের ঐ দ্বন্দ্ব দোলায়
সাধারণের কেন হয় আহুতি??


মিথ্যে প্রথায় শুদ্ধি কোথায়
শুদ্ধ হোক না মানব মন,
বিশ্ব জুড়ে আজ রাবণ রাজ
ওদের জ্বালাবে কে এখন?