কবিতা:-অধরা ভালোবাসা
✍️ মনোজ ভৌমিক


তুই আমায় ভালোবাসিস কালো মেঘ?
আমিও তোকে ভালোবাসতে চাই.... কিন্তু তুই যে অধরা!
বার বার তুই বুকে আসিস আর হারিয়ে যাস?
তুই কি শুনতে পাস আমার বিশাল হৃদয়ের করুণ রাগিণী?
সেদিন যখন শ্রাবণ গোধূলির রঙ মাখছিলাম,
মনের কোণায় কোণায় জেগে উঠছিল রক্তিম আহ্বান!
তুই তখন অন্ধকার ছুঁয়ে আমার দিকে এগিয়ে আসছিলি...
তোর কাজল হরিণী চোখের উন্মাদনায় আমি উন্মাদ হয়ে উঠতে থাকি...
তখন আমি সন্ধ্যাকে অগ্রাহ্য করে অজস্র নক্ষত্র দ্যুতিতে জ্বাজল্যমান!
চাঁদের স্নিগ্ধ আলোয় স্নান করে পরিশুদ্ধ নীল...নীলাম্বর।
তুই আমার বুকে এসে বললি, আমি তোমায় ভালবাসি নীলাম্বর,
আমায় আপন করে নাও।
তোর ভারাক্রান্ত উচ্ছল যৌবন! মোহময় হাসির ঝলক!!
হৃদয় গহীনে জাগরিত করলো অসীম মিলন তিতিক্ষা!
ধীরে ধীরে সমস্ত আলো নিভে গেল...ঘনিয়ে এলো প্রগাঢ় অন্ধকার!!
শুরু হলো এক উন্মাদ শিহরণ!
হঠাৎই তুই হারিয়ে গেলি আমার বুকের থেকে!!
সৃষ্টির অমৃত ধারায় সঞ্চিত হলো সসাগরা....