কবিতা:- ওগো বৃষ্টি
                    মনোজ ভৌমিক


ওগো বৃষ্টি তুমি আজ সৃষ্টি ছাড়া যেন!
এ শরৎ দিনে শ্রাবণ দেখি কেনো?
শ্রাবণ মনে প্রেম ছিলো কি ক্ষীণ!
তাই কি ও মন ভরালে আজ ক'দিন?


সন্ধ্যামণি ওই নাকেতে ছিলো বসা,
শিউলি ভেজা রাতটা ছিলো যে খাসা।
দোপাটি জড়ানো তোমার মুক্ত বেণী,
গন্ধরাজে গন্ধ মাখা তনু খানি!


অপরাজিতা তো চোখের পাতায় ছিলো,
জুঁই টগরেরা তোমারেই ডেকে গেলো।
চাঁদ ঢাকা রাতে কন্দকলিকে গলে,
শরৎ দেহে কারে তুমি খুঁজেছিলে?


এবার বৃষ্টি একটু দূরে যাও,
শরৎ মনটা পূজোয় রাঙাতে দাও।