কবিতাঃ- ওগো মোর  প্রাণনাথ
✍️ মনোজ ভৌমিক


ভেসেছি প্রেমে তোমার গানে
নীরব অভিমানে,
তোমার সুর যে কখন এসে
বাঁধলে ঘর এ প্রাণে!


বিভোর থাকি তোমার সুরে
স্বপ্ন চোখের পাতায়,
হৃদয় জুড়ে তোমার ছবি
বেহিসাবী মন খাতায়।


মনের দুয়ারে তোমাকে খুঁজি
এ চিত্ত হয় বিহ্বল,
বুঝিনি আজো কি যাদু গানে
এ মন প্রাণ চঞ্চল!


বাজাও তুমি 'বিষের বাঁশি'
শ্যামের বেহাগ সুরে,
'অগ্নিবীণায়' ঝঙ্কার তোলো
ছিঁড়ে যাওয়া ঐ তারে।


তুমি বিদ্রোহী,অগতির গতি,
বিধবার হাহুতাশ,
কুমারী প্রেমের প্রথম পরশ
প্রাণখোলা উচ্ছ্বাস।


দেখছি তোমারে চক্ষু মুদিয়া
অদেখা সুরের সাথী,
তোমার গানের সাত সুর দিয়ে
বকুলের মালা গাঁথি।


কেমনে বোঝাই এ তো খেলা নয়
হৃদয় হারানো প্রীতি,
সুরের দোলায় দুলছি দু'জন
অপরূপ তব গীতি।


তুমি বিনে আর কাটে প্রহর
দিবস যামিনী রাত,
সবকিছু যেন তোমারে সঁপেছি
ওগো মোর প্রাণনাথ।