কবিতাঃ-ও বসুদেব
✍️ মনোজ ভৌমিক


গোকুলে আজ কান্না শুনি
দ্বারকায় আঁধার!
যশোদার বুক উঠছে কেঁপে
মন ভালো নেই রাধার।


ও বসুদেব করছিস কি
জেলের দেওয়াল ছুঁয়ে?
দৈবকীর চোখের জল কি
পড়বে শুধুই ভুঁয়ে!!


কংস তো আজ সর্বত্রই
জেলের রাস্তা ফাঁকা,
মাথার 'পরে নে তুলে নে
কৃষ্ণের ওই ঝাঁকা।


যমুনায় জল নেই তো বেশি
নেই অঝোরের বৃষ্টি,
কালিয়া নাগ বিষিয়েছে বায়ু
চারিদিকে অনাসৃষ্টি!


লক্ষ কোটি কৃষ্ণেরে  আজ
নে বাঁচানোর পণ,
ওরা ছাড়া এই দুনিয়ায়
করবে কে শাসন?


বিঃদ্রঃ - শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই