কবিতা :- ও গণেশ
             মনোজ ভৌমিক

ও গণেশ, তুই এবারো কিন্তু
এলি না আমার বাড়ি!
ওদের ঘরের ছাপান্ন ভোগে
বেশ জমালি রে পাড়ি।

আলোকসজ্জায় নাচছিলি তুই
মোদকে ছিলো যে চোখ,
দেখেও তুই দেখলি না আমায়
মনেতে জাগলি শোক।

স্বপ্নে সেদিন বলেছিলি রাতে
আসবো রে তোর ঘরে,
তোর সঙ্গে খেলবো অনেক
একান্তে প্রাণভরে।

প্রতীক্ষাতেই দিন গুনলাম
আসলি না তুই হেথা,
বাংলো বাড়ির খাতির যত্নে
ভুললি আমার কথা।

জানিরে গণেশ জানি সব
ঘর যে ভাঙ্গা মোর
গরীব ঘরের শাকান্নে
মন ভরে কি তোর!!

যাচ্ছিস যা মায়ের কাছে
বলবো না আর কিছু
যাওয়ার বেলা ও গণেশ
দেখ একবার পিছু।