কবিতা:- গণতন্ত্র তুমি মাথাই কুটে মরো
           মনোজ ভৌমিক


প্রহর গুনছি আমার এখন সব্বাই,
হিসেবের খাতায় জয়ের অঙ্ক মেলাই।
ইতিহাস জানে ওই মসনদি আলাপন,
বিনা রক্তে যুদ্ধ হয়েছে কবে কখন!!


ঐ ব্যালট বাক্সতে ঘুমন্ত আর্তনাদ,
জনগণ জানে ওই মসনদি কষাঘাত।
গণতন্ত্রের সব সজীব প্রশ্নগুলো
অন্ধ বাক্সতে হচ্ছে সদাই যে নুলো।


সেই প্রাগৈতিহাসিক ভাবনা লুকোনো ছবি,
গোষ্ঠী দ্বন্দ্বের চলন অবাধ...কবি!
ফলাফল নিয়ে আজ নাচবে কাদের লোক!
আমজনতার চিরন্তন সংশয়ী শোক।


আঠারোটা গেলো বেহিসাবি যন্ত্রণায়,
উনিশের ডাক শুধু ভাব আর ভাবনায়।
ভোটের গন্ধ আজ দুর্গন্ধ যে বড়,
ও গনতন্ত্র, তুমি মাথাই কুটে মরো।