কবিতা:- ওই রোদ
           মনোজ ভৌমিক


ওই রোদ কেন ছুঁয়ে যায় ছায়া বীথিকায়!
রোদ কি বোঝে!জীবন আজ বড় অসহায়!
ভালো মানুষেরই বেশে জেগে ওঠে আকাশে,
হৃদয় পোড়ায় কেন যে ও চৈত্র বৈশাখে!


ফাগুনের আবেশে মন প্রাণ ছিল রঙীন,
কুসুমের হিসেবী কথায় হয়নি  নবীন।
দিগন্তে ভাঙা মনে জাগাও কারে নিশ্চুপে!
নেপথ্যে তুমিই হাসো,আমি দেখি চুপেচাপে ।


ভালোবাসা কথাগুলো উড়ে যায় কালো ঝড়ে,
অবেলায় ও মনেতে নি:সঙ্গতা খেলা করে।
সময়ের দেহ ছুঁয়ে এ সময় কেঁদে যায়,
তাই বুঝি ক্রর হাসি, হাসে ও গোধূলিবেলায়!


স্মৃতিপট রেঙে ওঠে ঝাপসা ক্যানভাসে,
দহনের তীব্র জ্বালা বুকে নেমে আসে।
অনেক কথার মাঝেও জ্বালাতন থাকে,
জ্বালাও সর্বস্ব তুমি দহনে বৈশাখে।


মরুভূমি মন নিয়ে স্বপ্নে জাগো তুমি,
দেখে যাও, আছে বুকে বিষণ্ণ মালভূমি।
ওই কালো পাহাড়ের দেশে চাঁদ ডুবে যায়,
হোথা জেগে ওঠো তুমি,হেথা আমি অসহায়।


প্রকৃতির এ খেলা জানি চলবে চিরদিন,
তুমি তো নশ্বর, আমি মাত্র কয়েকদিন!
বেঁচে থাকা কথাগুলো কেন জ্বলে হেথা!
সভ্যতা বুকে দিতে চায় ধ্বংস বারতা!