কবিতাঃ- ঐক্যে নেই বল
✍️ মনোজ ভৌমিক


ব্যালকনি ছুঁয়ে আছে মেঘলা রোদ্দুর,
শরৎ আগত তবুও নেই সেই সুর!


আকাশে শ্রাবণ মেঘ করে কানাকানি,
সময়ে সময় নেই বড় অভিমানী।


শ্রাবণী পূর্ণিমা আজ শরতের ঘরে,
রাখীবন্ধন উৎসব এলো ধরা পরে।


বন্ধনে ইন্ধন খুঁজি সময় সমীরে,
ভাবনায় পবিত্রতা আজ কোথা ওরে!


বৈদিক হতে মোগল আর রবি কবি,
সময়ের বিবর্তনে অমলিন ছবি।


সম্পর্কে দৃঢ়তা আর মৈত্রীর বন্ধন,
হৃদয় গহীনে আজো করছে ক্রন্দন।


সময়ের দীর্ঘশ্বাসে অন্ধ রোষানল!
রাখী তো একই আছে ঐক্যে নেই বল।