কবিতা :-ঐক্য ভাবনা উঠুক জ্বলে
            মনোজ ভৌমিক


আজ এখনো তোর উনিশ
খানিক পরে বিশে দিবি পা,
বলবো না আর তোকে আমি
আবার গলা ছেড়ে গান গা।


গানের মাঝে কয়টা লয়
বে-সুরো ছিলো বলছে লোকে,
না হয় যেন সত্যিই তাই
কিছু ভাবনা মরেছে শোকে।


ভাবনার আর দোষটা কি!
ও তো হৃদয়ের অনুভূতি,
এখন যে গান গাবি তুই
যেন ভাবটা হয় রে সাথী ।


বিশ না হয় বিষের বাঁশি
মানায় নারে কন্ঠে তোর,
সবাই চায় সুরালো কন্ঠ
রাতের শেষে নতুন ভোর।


স্বপ্নগুলো আঁকছি চোখে
রাঙিয়ে নিয়ে অশান্ত মন,
স্মৃতি হয়েই থাকবি তুই
জাগিস না যখন তখন।


বিশের ঘরে গলাটা তোর
শুনতে চাই সবাই মিলে,
সাম্যের গান গাইবি তুই
ঐক্য ভাবনা উঠুক জ্বলে।