কবিতাঃ- অঙ্গীকার
            মনোজ ভৌমিক


বিষাক্ত পৃথিবীর হাওয়াও বুকে  নিয়েছো ভরি,
বিষন্নচিত্তে জেগে রয়েছো তুমি  ওগো নিশাচরী।
সভ্যতাও পরাভূত আজ অসুস্থ সারা দুনিয়া,
তোমার চোখ নির্ঘুম ওগো জাগিয়ে  রেখেছো হিয়া!


দিগন্তরেখায় আঁধার চিড়ে জাগে রক্তিম আভা,
অজস্র রক্তবীজ যেন ছড়িয়েছে বিষাক্ত প্রভা।
আমিও তো গো স্বপ্ন দেখি তোমারই দুচোখ দিয়ে,
রোম সম্রাট নীরো আমার হৃদয়ে রয়েছে ছেয়ে।


আঁতোয়ানেতের প্রশ্ন নিয়ে কেন জেগে আছো তুমি!
এবার তুমি ঘুমাও প্রিয়ে,আজ জেগে থাকি আমি।
"পিউবেসের"ধ্বংসে হেঁটে...যেও"খামির এম্পায়ারে"।
"নার্স ভাইকিং"ছুঁয়ে..স্বপ্নে যেও "মায়াসভ্যতা নগরে"।


ধ্বংসের ঋজু পথটি ধরে পৃথ্বী হাঁটছে এখন,
বেহালার সুরে মগ্ন রবো তুমি ঘুমাবে যখন।
মহেঞ্জোদারো হরপ্পা ধ্বংসেও পেয়েছিলাম ব্যথা ,
স্বপ্নালু চোখে তুমি দেখো চেয়ে, আমি রয়েছি হেথা।