কবিতাঃ- অপাংক্তেয়
✍️ মনোজ ভৌমিক


শীতের গোধূলি ছুঁয়ে চলে যায় বিষন্ন রোদ্দুর,
একবুক যন্ত্রণা নিয়ে জেগে ওঠে কৃষ্ণচূড়ারা...
অধরে বিষাদ হাসি,ঠোঁটেত লালিমা,
কাজল রাঙানো চোখে উদরের তৃষ্ণা!


শীতকে জড়িয়ে ধরে ডাকে ঐ মানুষদের,
"এসো গো বাবুরা,উষ্ণতার পরশ নাও এই বুকে।
পাপড়ি মেলে না কত! শতেকের শুষ্ক বাকল!!
সৌরভ ছড়ানো দেহে শুধু উষ্ণ  আকর্ষণ!


অন্ধ রাতের বেলায় পাপড়ি ছিঁড়ে নেয় অভুক্ত ওম!
মুখোশের আড়ালে মুখে জেগে ওঠে সময়ের রং
শীত আসে শীত যায় ঐ অন্ধ গলি ছুঁয়ে,
প্রতিদিন কৃষ্ণচূড়ারা এইভাবে বেঁচে মরে।


আবার সকাল হয় অভুক্ত উনুনের আঁচে,
শরীরী ওম মুছে ফেলে নরকের কীটগুলো
সভ্য মানুষ হয়ে সমাজের বুকে হাঁটে!


হায়রে কৃষ্ণচূড়া!একটু উষ্ণতার জন্য
গ্রাম-গঞ্জ-শহর তোর বুক ছুঁতে  আসে,
তবুও অপাংক্তেয় তোরা আজও এই সমাজের কাছে!