কবিতা:- ওরা অকুতোভয়
✍️ মনোজ ভৌমিক


ওরা জানে কিভাবে হয় বাঁচতে,
শীত গ্রীষ্ম কিম্বা সঘন বর্ষাতে।
মন্বন্তর বা মহামারী যদি আসে,
তখন ওরা এমনই হাসি হাসে।


জীবন মরণ সময় কেবল গোনে,
এই কথাটা ভালোই ওরা জানে।
তাই তো ওরা ভাবে না কালের কথা,
বাঁচার জন্য কাজ করে যথা তথা।


ভাঙুক পাহাড় আসুক হড়কা বান,
অকুতোভয়রা গায় জীবনের জয়গান।
তোমার আমার ভাবনা সদাই ভ্রান্ত,
উঁচুতে উঠে নীচে দেখলেই ক্লান্ত।


ওরা জানে জন্মমৃত্যু মাটিতে লেখা রয়,
ওদের চোখে তাই নেই সূর্যাস্তের ভয়।