কবিতা:- ওরা পিঠে
            মনোজ ভৌমিক


ওরা পিঠে,
জীবনের নৈঃশব্দ সৌন্দর্যকে
বুকের মধ্যে লুকিয়ে রেখে,
বৎসরান্তে একবার জেগে ওঠে,
ঐ লোভী মানুষগুলোকে পরিতৃপ্তির স্বাদ দিতে।
দেহজ যন্ত্রণা গুড় আর নারকেলে সমাহিত রেখে,
ওরা নিজেদের উৎসর্গ করে বিভিন্ন আঙ্গিকে।
ওরা বোঝে,ওদের এ সৌন্দর্য  কেবলি ক্ষণেকের,
কিন্তু ওই মানুষগুলো, ওদের সমস্ত সৌন্দর্যকে গ্রাস করে নিতে চায় নিজের অভুক্ত উদরে।
ওদের অব্যক্ত যন্ত্রণা,কেউ কী কোনোদিন বোঝে?
মনে রেখো,ওরাও সময়ে জেগে উঠবে,
প্রতিবাদী মিছিল করবে,উদরেতে ধর্ণা দেবে।
প্রচন্ড শারীরিক যন্ত্রণায় ছটপট করবে তোমার।
'এন্টাসিড'খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে,
তখন বুঝবে,ওদের গোগ্রাসে উদরে ভরে নেওয়ার উৎফুল্লতা।