কবিতাঃ- ওরা সব বেঁচে যাক
✍️ মনোজ ভৌমিক


মনটা রাঙিয়ে নাও
আসছে নতুন দিন,
তুমি আমি পাবো ঠিক
কোভিডের ভ্যাকসিন।


সময়টা যাই হোক
আসবে শেষের দিকে,
বাঁচলে ওদের থেকে
ছিঁড়বে তোমার শিকে।


এফেক্টটা যাইহোক
মরবে না শিগগির,
ভয়টা তো কাটবেই
পরোয়া নাই ডিক্রীর।


ছোঁয়াছুঁয়ি ভুলে যাবে
একটু একটু করে,
পরিজন দেবে ডাক
আয় না আমার ঘরে।


মুখোশটা থাকবে না
কিছুদিন পরে আর,
তুমি আমি হয়ে যাবো
এক্কেবারে জাগুয়ার!


সময়ের আয়নায়
কত কি যে দেখবো,
শেষটা কী হবে দেখা!
বসে বসেই ভাববো।


তবুও বলবো ভাই
এ সভ্যতা বেঁচে থাক,
আমরা মরে গেলেও
ওরা সব বেঁচে যাক।