কবিতাঃ- ওরাই আজ কবিতা লিখুক
        মনোজ ভৌমিক


ওরাই আজ কবিতা লিখুক
উদাসী বসন্তের কান্না বুকে চেপে
চৈত্রকে নীরবে চলে যেতে দেখুক।


গোধূলির শেষ রঙ দেহে মেখে
কোয়েলের বিষন্ন সুর নিয়ে গলে
বিরহের চিরন্তন ছবি যাক এঁকে।


বনানীর ফেলে যাওয়া দীর্ঘশ্বাসে
ঘনিয়ে আসা জীবন্ত আঁধারে
কারা যেন খিলখিলিয়ে হাসে!


মনভাঙা চাঁদ আকাশেতে জাগে
প্যাঁচাদের প্রহর গোনা চোখে...
কারা যেন ঘুমোয় আঁধারের আগে!!


তামসী রাতের তারা শুকতারা হবে
আশার আলো চোখে জেগে ওঠে ওরা
মনেমনে ভাবে নতুন সূর্যোদয় হবে!


পাহাড়ের হৃদয়বিদারী ঝর্ণাকে দেখে
সময়ের আবেদন উপেক্ষিত থাকে
অবুঝ মন নিয়ে চলে এঁকেবেঁকে।


হয়তো ওদের কবিতাই শ্রেষ্ঠ হয়ে রবে
মৃত ইতিহাসের প্রতিটি পাতায়
মন্বন্তর বুকে আমার কবিতা হাঁটবে!!