কাদের জন্যে করিস তুই এত জারি জুরি!
নিজে না খেয়ে, কার তরে রাখিস ভুরি ভুরি!
সময় বদলে গেলে,
সবাই তোরে ভুলবে,
বেলা যখন শেষ হবে, একাই যাবি চলি!


বলি হায়রে ও মন, কেন কাঁদিস ওরে!
প্রেম-ভালোবাসা-মমতা, তুচ্ছ সবি ভবে!
এ সব শুধু মায়া!
রবে যে শুধু কায়া!
সন্ধ্যাবেলা হলে,প্রাণ পাখীটা যাবে উড়ে!


রূপের আগুন জ্বালিয়ে, তুই মারলি কত শত!
ও রূপ রবে যে তোর দেহে, শুধু ক্ষণেকের মত!
অহংকারটি ছেড়ে,
নিজকে বিলিয়ে দে রে,
প্রেমের আগুন জ্বালালে মনে, জগত্ভুলে যেত!


একদিন সবাই তো যাবে চলে!
এ ভবে, কেউ রবে না চিরতরে!
'আমার' 'আমার' কথা।
সবই যে রবে বৃথা।
একা এলি ভবে, একা যেতে হবে!