কবিতা:- অশেষ ভাবনা
           মনোজ ভৌমিক


শিশুমনের প্রশ্ন কিন্তু ফেলে অনেক জ্বালাতনে,
কখনো কখনো কিছু প্রশ্ন দাগ কাটে সবার মনে।
ঐ ছেলেটার বয়স এখন বছর আটেক-ই হবে,
এই পৃথিবীর এত করুণ কথা  ও বোঝেই বা কিভাবে!
ক'দিনথেকেই সাঁঝের বেলায় দিগন্তে চোখ রাখে,
আপনমনে বিড়বিড়িয়ে হাজারো প্রশ্ন চোখে আঁকে।
ওদিন বারান্দা হতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো মাকে,
ইনিয়েবিনিয়ে মায়ের কাছে এক আবদার সে রাখে।
"ও মা,তুমি আর পরবে না বলো ওই বে-রঙী সব শাড়ী!"
" কেন? কি হয়েছে বলনা তুই?তোর প্রশ্ন কীসের ভারী?"
মায়ের হাতটি ধরেই শিশু সোজা বারান্দাতে এলো,
তর্জনীটা তুলে মাকে দূরের দিগন্তটা দেখালো।
ধোঁয়াভরা দিগন্তটায় নেই সবুজ-নীলের ছাপ,
বললো মাকে," মা,শাড়ীর রঙটা সবুজ-নীলই থাক।"
এই কথাতেই দূরের থেকে চমকে উঠলাম আমি,
নিজ মনেই লজ্জা পেলাম,ওর ভাবনা বড়ই দামি।