কবিতা:- অভিমানী মেঘ
✍️ মনোজ ভৌমিক


যতবারই তুই মেঘ হয়েছিস
আমি তোর চোখ বেয়ে
ততবারই বৃষ্টি হয়ে ঝরেছি।
কেন তুই মেঘ হোস?
যদি বৃষ্টিকে ধরে রাখতে না  পারিস!
আমার খুব ভালো লাগে জানিস...
তোর দু'চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরতে!
কমসে কম তোর অভিমানী ঠোঁট দুটি চুমে নেবো।
ভালোবাসা নাই বা পেলাম,
নোনা জল হয়ে তোর হৃদয় ছুঁয়ে রবো!
তাই শ্রাবণ আসুক বা  না  আসুক
তোর চোখে মেঘ জমুক...
.....আমি অঝোর ধারার শ্রাবণ বৃষ্টি হবো।