কবিতাঃ- পাহাড় ও পুরুষ
✍️ মনোজ ভৌমিক


পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো পুরুষ,
হাস্যকর প্রশ্ন করে হারিয়ে নিজ হুঁশ।
কেন তুমি ধরা পরে সব থেকে উঁচু?
পাহাড় মুচকি হাসে বিনয়েতে নীচু।


বললো মধুর হেসে, শোনো হে দিগ্গজ,
উত্তর দ্যাখো হে খুঁজে বড়ই সহজ।
দেহের বিশালতায় কেইবা হয় বড়?
ভাবনায় যদি তুমি না হও সুদৃঢ়।


উঁচু আমি নিশ্চয় আকারে বিশাল,
ধরিত্রীর সাথে আছে বড় মিল তাল।
আমার হৃদয়ে বয় ঝর্ণা অবিরত,
নদী হয় সমতলে সাগরেই হত।


সবুজ বনানী বুকে,নই আমি ক্লীব,
মেঘবালিকার ছোঁয়ায় সদাই সজীব।
নিজেরে প্রধান ভাবো গর্বে অন্ধ তুমি,
নারীকে অবলা ভেবে যাও দেহ চুমি!


মনটা সুন্দর হোক ভাবনা সমান,
পুরুষত্ব দাও ছেড়ে মাটি পাক মান।
দেখবে বিশালতা ছুঁয়ে গেছো তুমি,
তোমার থেকেও নীচু হয়ে যাবো আমি।