কবিতা:- পাপোশ
✍️ মনোজ ভৌমিক


জীবনের সমস্ত অনুভূতিগুলি মাটির সাথে হয়ে আছে লীন!
তোমাদের সকল ঔদ্ধত্য, অশালীন আচরন
মুখবুজে সহ্য করে চলি অক্লেশে।
যদি প্রশ্ন করো,কেন? উত্তর দেওয়া অসম্ভব।
তোমাদের ঘরের উঠানে,দরজার সন্নিকটে,
মখমলে বিছানা পাতা সুসজ্জিত খাটের নীচে,
কিংবা এখানে ওখানে অবাঞ্ছিতের মত পড়ে থাকি আমরা!
তোমাদের ইচ্ছের কাঠপুতুল হয়ে থাকি আমরা!!
বিবিধ আকার-আকৃতিতে,বর্ণাঢ্য উপকরণে সজ্জিত করো আমাদের।
কেন জানো? সমাজের সাথে পাল্লা দিয়ে নিজদের আধিপত্য দর্শানোর জন্য।
আমরা ভালো করেই জানি, আমাদের এই আপাত বর্ণাঢ্য শরীর
তোমাদের পদলেহন করতে করতে ক্ষতবিক্ষত হয়ে যায়।
অবশেষে এই নিঃস্ব রিক্ত দেহটাকে ছুঁড়ে ফেলে দাও আস্তাকুঁড়ে!
কোনো দ্বিধা ও সংশয় থাকেনা!!
আমরা পাপোশ!  জীবনের সকল যন্ত্রণা লুকিয়ে রেখে,
তোমাদের পায়ের নোংরা আবর্জনা বুকে চেপে
নিঃশেষ হয়ে চলেছি যুগ যুগ ধরে নীরব প্রতিবাদে।