কবিতা :-পাতাঝরা হেমন্তে
         মনোজ ভৌমিক


চুপিসারে ভিজে চোখে শরৎ গেলো চলে,
কিছুকথা বাকি ছিলো গেলো না তো বলে!
বনে বনে ঘুরেছিলো রঙীন প্রজাপতি,
শুধুই দেখেছে ওরে বলেনি তো "সাথী।"


অলিদের বুক ছুঁয়ে গেলো চলে পিয়াসী ভ্রমর,
পায়নি সময় ও নিতে ওর মনের খবর।
দিগন্তে ভিজে চোখে কত কথা গেছে বলে,
দেখেও দেখেনি ও..ছিলো না দেখারি ছলে।


শিউলি জেগেই ছিলো অচেনা রাতেতে,
টগরের প্রাণকথা শোনেনি ও প্রাতে।
আলোভরা খুশি নিয়ে চলে যায়  গ্রাম্য বধু,
পাতাঝরা হেমন্তে একা আমি দাঁড়িয়ে শুধু।