কবিতা (পয়ার ছন্দে সনেট): - পিতা ঈশ্বর সমান
✍️ মনোজ ভৌমিক


ঐ বৈশাখী ঝড় এলে কেঁপে ওঠে ধরা,
শ্রাবণ প্লাবনে ভাসে এই সসাগরা।
ভাদ্রের গুমট তাপে জ্বলে ওঠে বুক,
শরতের সোনা রোদে মনে জাগে সুখ।
হেমন্তে যদিবা ঝরে হৃদয় বকুল!
শীতের পরশে খোঁজা ছিল কার ভুল!!
ফাগুন বাহারে সাজে হৃদয় আঙিনা,
চৈত্রের তপ্ত প্রবাহে বড়ই যাতনা!


ভেবে দেখো একবার ঋতু রঙ্গ খেলা,
সুখ-দুঃখে কে থাকে?সাথে সারাবেলা??
পিতা হতে সৃষ্ট তুমি,উনি শ্রেষ্ঠ জন,
রয় যে সদাই সাথে বিপদ যখন।
বটবৃক্ষ সম পিতা ঈশ্বর সমান,
কষ্ট কভু নাহি দিও, দিও শুধু মান।