কবিতা :- পবিত্র হোক ধর্ম ভাবনা
             মনোজ ভৌমিক


ঈদের চাঁদ আজ উঠছে  আকাশে বলছে, "মোবারক! "
সম্প্রতির এই উৎসবটায় কোরো না কেউ শক।
বৎসরান্তে আসে এই ধরায় মহা মিলন উৎসব,
গরীব ধনী আমির উজির একত্রিত বিশ্বের মুসলিম ভাইসব।


কোরবানের এই পরম্পরা চলছে ধরায় যুগ যুগ ধরে,
আমীর যারা কোরবান করে ইব্রাহীম নির্দেশ অনুসারে।
সময় আবেশে ভাবনা যেন মনে প্রত্যহ খেলা করে,
দীন দরিদ্রে দান করে ওরা দু'হাত উজাড় করে।


ভাবনা ওদের, করছেন দান,মহান খোদার তরে,
দীন দরিদ্রে করলে দান সব গুনাহ যাবে দূরে।
ভাবনাটাকে সেলাম করি,কুর্ণিশ সবারে,
পবিত্র হোক ঈদ ভাবনা,ধরায় শান্তি আসুক ফিরে।


অবলা যত পশুর রক্ত ঝরুক সকল ধর্মের পথ ধরে,
এই ধরাতে ওরা ছাড়া কে আছে মুক বধির ওরে!!
ধ্বনিত হোক দিকে দিকে সঠিক ভাবনার উৎসব,
হিন্দু-মুসলিম-খ্রীষ্টান-শিখ বলুক," ঈদ মোবারক।"