কবিতা :-পরামর্শ
        মনোজ ভৌমিক


মনখারাপের ব্যালকনিতে দাঁড়িয়ে আছো কেন!
ঐখানেতে হিমেল হাওয়া খেলছে তুমি তো জানো।
এট্টুখানি সবুর করো বইবে দখিনা হাওয়া,
তখন তুমি খুঁজে নিও মনের মাতাল চাওয়া।
কার্ণিশে বসে বসন্তদূত ডাকছে দেখো গো 'কুহু',
আসছে ধেয়ে বাউল বাতাস নেচো না যেন বিহু।
ফাগুন বনে আগুন জ্বেলে উঠবে পলাশ হেসে,
কৃষ্ণচূড়া রাঙামনে ডাকবে তোমায় ভালোবেসে।
তখন তোমার হারিয়ে যাবে মন খারাপীবেলা,
ব্যালকনিটা খুঁজবে তোমায় রইবে ও একেলা।
মনের দুয়ার খুলেই দিও জানালা রেখো বন্ধ,
নইলেপরে শুঁকবে তুমি চুপি কথাদের গন্ধ।
হৃদগহীনে ভালোবাসার দীপকটা জ্বেলে রেখো,
সময়ের সাথে নিজেকে তুমি বদলে নিতে শেখো।
সন্ধ্যা যতই ঘনিয়ে আসুক প্রদীপ জ্বেলো হৃদে,
শরীর যদি হয় গো বুড়ো বাঁচিও মনের খিদে।
বাঁচতে গেলে হাসতে হবে অমূল্য এ কথা মেনো,
নিজ মধ্যে বাঁচিও নিজেরে যেনতেন প্রকারেন।