কবিতা :- পরের টেষ্ট-এ দেখিয়ে দিও
         মনোজ ভৌমিক


এবার কিন্তু ভাবতেই হবে
পীচটাকে পরখ করতে হবে।
পাঁচদিনের এ টেষ্ট যখন,
ডে-ফোরেতে পীচ ভাঙবে তখন।


বোলার কিন্তু বড়ই চতুর,
তিন উইকেট করেছে ফতুর।
হড়বড়িয়ে যদি খেলো গো এবার,
দেশের মানটা হবে হারাবার।


ব্যাটিংটা এবার দেখেই কোরো,
নইলে কিন্তু ও মাঠেই মোরো।
স্লগ ওভার চলছে যখন,
এক দুই রান পাবেই এখন।


সুযোগ বুঝেই সিক্সটা মেরো,
নইলে পরেই গলায় গেরো!
টানতে হবে এ ইনিংসটাকে,
নচেৎ দেশটা পড়বে বিপাকে।


জিততে হলে ধৈর্য যে চাই,
যেন সত্যিকারের খেলাটা পাই।
ভুলত্রুটি যত হয়েছে হোক,
ড্রেসিং রুমেই করিও শোক।


এই টেষ্টটা তুমি জিতে নিও,
পরের টেষ্টে-এ দেখিয়ে দিও।


@ ২৭/১২/২০১৮