কবিতাঃ- পরিযায়ী আমি
            মনোজ ভৌমিক


মরে গেলে কোনো ক্ষতি নাই,
বেঁচে আছি কেন যে এখন!
পরিযায়ী শ্রমিক যখন,
এ বাঁচার কিবা প্রয়োজন!!


আম খেয়ে ফেলে দেয় আঁটি!
দুধ থেকে তুলে নেয় সর।
সময়ের ভাবনাটা ভাবি,
আপনাতে হয়ে যাই পর।


বড় কথা বলে নেতা লোক,
মাছরাঙা খায় শুধু মাছ।
মালিকের শোষনেতে ঝোঁক,
জেলে করে পুকুরেতে যাঁচ।


সময়ের খেলা খেলে সবে,
মুখোশের আড়ালেতে মুখ।
লাভ কি  বেঁচে থেকে এ ভবে!
পৃথিবীতে নেই সেই সুখ।


রঙ মেখে সং সাজা খেলা,
নিজ দেশে পরিযায়ী আমি!
ভাবনায় বড় কালবেলা,
এ কেমন রঙ্গ বলো স্বামী!!