কবিতা:- পড়ন্তবেলা জাগে বসন্ত
            মনোজ ভৌমিক


ওই দেখোনা শীত চলে যায় আদর দোলা দিয়ে,
বলে ও যে মুচকি হেসে,"আবার আসবো প্রিয়ে।"
আসতে তোমায় হবে বন্ধু,সুত্রে বাঁধা তুমি,
যেমন করে মানব আত্মা চুমছে ধরা ভূমি।


উত্তর বায়ু হিমেল বড়ই,হলেই কিবা ক্ষতি!
দখিণা হাওয়া,বসন্তদূত গাবে মধুর গীতি।
সবুজে হলুদে ভরবে হিয়া, প্রেমের শিহরণ!
অশোক কিংশুক পলাশ, ভরবে পিয়াসী মন।


বলছে শিমুল, "এসো প্রিয়ে,সময় হারানো বেলা,"
কৃষ্ণচূড়া দেখছে কারে!মন রাঙানোর খেলা।
দূরের থেকে বলছে যে জুঁই,"এবার আমি জাগি?"
বকুলকে সে হেসেই বলে,"হয়োনা তুমি বিরাগী।"


রঙ বাহারী রঙের নাচন,দেখছি প্রকৃতি সাজে,
পড়ন্ত বেলা জাগে বসন্ত,আজকে হৃদয় মাঝে।