সারা আকাশ জুড়ে ঘুরতে ঘুরতে
ক্লান্ত পরিশ্রান্ত দু'টি অচেনা পাখী
দ্বিপ্রহরে এসে বসেছিল,পথ ভুলে
নিবীড় ঘন জঙ্গলে- পাখা মেলে-
একটি গাছের ডালে।
অচেনা দু'টি পাখী আলাপের তরে
করছিল চোখের ছুপো-ছুপি।
পরিশেষে এক পাখী বলে অন্য জনে,
"আমি দূর পাহাড়ে থাকি,শিমুল ঝোপের আঁড়ে, তুমি!"
ইতঃস্তত হয়ে,পুরুষ পাখীটি বলে,
" আরে, আমিও থাকি ওই পাহাড়ে-শিউলি গাছের ঝোপে
রাস্তা আমি গেছি ভুলে
যাবো সেথা কেমন করে!"
স্ত্রী পাখীটি বলে,"রাস্তা আমিও গেছি ভুলে
ক্লান্ত আমি,শ্রান্ত আমি, একটু আরাম দাও
রাস্তা মোরা খুঁজব দোহে
যদি বন্ধু তুমি হও।"
হাসল তারা চোঁচ হিলিয়ে
চোখের মধ্যে বিজুলি খেলে
মনের মধ্যে আগুন জ্বলে
প্রাণ হল বিহ্বল।
গল্পে গল্পে কেটে গেল
অনেক খানি ক্ষণ।
আকাশ পাণে দেখল তারা
উঠছে জেগে সন্ধ্যা তাঁরা
আঁধার হচ্ছে ব্নানী সারা
চল রে ফিরে চল।
আকাশ পাণে উঠ্ল এবার
পরিচিত দুই পাখী।
হঠাত হাওয়া উঠল রেগে, বিকৃত-বিভ্রাট
হুড়মুড়িয়ে দিল ভেঙে শিউলি-শিমুল গাছ।
পুব আকাশে আলো তখন
স্তব্ধ হল হাওয়ার নাচন।
ধুলার 'পরে লুটিয়ে থাকা
পুরুষ পাখীটি ঝাড়ল পাখা
আলত ভাবে দেখল চেয়ে
নাইকো কোথাও কেউ।
হারিয়ে গেছে বন্ধু পাখী
মনের মধ্যে কেবলি ঝাঁকি
এদিক ওদিক তাকিয়ে দেখি
"কোথায় তুমি! ...কই!"
হারিয়ে গেছে চেনা পাখীটি
...অচেনা হয়েই রই।