কবিতাঃ- কেবলই একটু আশা
✍️ মনোজ ভৌমিক


সকাল সকাল ঘুম থেকে উঠে নার্সারিতে গেলাম।
শুধু গোলাপ নিতে নয়,টব সুদ্ধ এক গোলাপের চারা কিনতে।
একটা বড় টবের মধ্যে, ছোট্ট একটি গোলাপের চারা।
রক্তাভ লাল সুন্দর কূঁড়ি ফুটেছে তাতে।
নার্সারির ছেলেটি মুচকিহেসে বলল,
"চিন্তা করবেন না দাদা
আগামী বসন্তে অনেক গোলাপ পাবেন।"
আমি বললাম," অনেক নয়, একটি বড় গোলাপ
ফুটলেই হবে,সেটা আমার ভালোলাগার জন্যে।"
মনে মনে কল্পনা করলাম
সেই বড় গোলাপটা নিয়ে
ভালোলাগাকে বলবো,
" এই নাও ভালোলাগা আমার রক্তিম শুভেচ্ছা।"
ভালোলাগা মুখভরা হাসি নিয়ে আমায় বলবে,
"কেমন আছো তুমি!"
তাঁর মায়াবী চোখে,ঘন অরণ্যের মত কালো চুলে
আর গোলাপের মত লাল ঠোটে
খুঁজে পেতে চাইব সেই অনিন্দ সুন্দর ভালোবাসা।
যাঁর মধ্যে দেখব, নিরাশার গন্ডী পেরিয়ে
কেবলই একটু আশা... একটু ভালোবাসা।