এ কোন বসন্ত দেখি আজ, তোমার ঘরের অঙ্গনে!
তুমি নাচ ময়ূরের মতন, রঙের বাহারে।
অনন্ত খুশিতে, হৃদয়ের উচ্ছাসে,
সঙ্গী-সাথি লয়ে, প্রিয়তমা সাথে।
ওই দ্যাখ, ছিন্ন বসনে, রুগ্ন শিশুটিরে কোলে নিয়ে,
স্বামী হীনা অভাগিনী, দাঁড়ায়ে তোমার দুয়ারে,
চাহিছে উচ্ছিষ্ঠ খাবার, করুণ পুকারে।
কাঁদিছে শিশুটি তার, অসহ্য ক্ষুধাতে।
ভ্রুক্ষেপ নাই, ব্যস্ত তুমি বসন্ত বিলাসে।


কাননে ফুটিছে ফুল, সুন্দর সুবাসে।
ছিন্ন-ভিন্ন হল তাঁরা,মদ-মত্ত সঙ্গীনিদের হাসির দাপটে।
ঢেকে যায় শিশুর রোদন, নিরবে নিভৃতে।
বিবিধ রঙের খেলাতে, তোমার বসন্ত আজি মুখরিত
প্রেমের লীলাতে।
ওই দ্যাখ, শিশু কাঁদে লুটায়ে ধূলাতে
এক মুঠো খাবারের আশাতে।
এ কোন বসন্ত আজি তোমার ঘরেতে!