কবিতা:- পয়সা মশাই
            মনোজ ভৌমিক


কালে কালে দেখি বেড়ে ওঠে কালবেলা,
সবকথা আজ বুঝিয়ে যায়না বলা।
কিছু কথা এই মনেতেই করে খেলা,
আর কিছু কথা বুকে নিয়ে পথচলা।


মাটির নীচের জল যে হয় অপেয়,
কল বেয়ে এলে হয়ে যায় সুপেয়।
তার পরেতেই হতে থাকে ছলাকলা,
সে জলে খুঁজি পরিশুদ্ধি ফর্মুলা।


আকাঙ্ক্ষাটা যে আজকে অনেক বেশি,
চাই পয়সা,ভাবনা যাক গয়া কাশী।
ভাব ভাবনাতে কি বা আসে যায় বলো,
পয়সা চোখেতে আজকে সবাই ভালো।


পয়সা নেই! তুমি যাবেই হেলাফেলা,
ঐ সম্পর্কও দেবে তোমাতে হেলা।
পয়সা থাকলে আসবে বন্ধু ঘরে,
না থাকলে রইবে দশ কদম দূরে।


পয়সা মশাই, তোমাকেই বলিহারি,
তুমি থাকলেই কে পুরুষ কে বা নারী।