অনু কবিতা :- প্রান্তিক সময়ে
✍মনোজ ভৌমিক


যে নদী মোহনায় ফেলে গভীর দীর্ঘশ্বাস,
সে নদী বৃদ্ধানদী নাই প্রাণের উচ্ছাস।
মোহনায় দাঁড়িয়ে থাকে মিলন প্রতীক্ষাতে,
বৃদ্ধা নদীর কাতর হিয়া ব্যর্থ মনরথে।
মোহনায় আবর্তিত হয় তার পিয়াসী ক্রন্দন,
হৃদয় মন্থনে গড়ে সে বালিয়াড়ি বন্ধন।