কবিতস :- প্রেম চির নতুন
              মনোজ ভৌমিক


তোমারেই আমি ভালোবাসিয়াছি,একথা বোঝোনি কি তুমি আগে?
তোমার হাসিতে ভুলি সব ব্যথা,পুরানো স্মৃতি না জাগে।
তোমার চোখেতে ওই নীলাকাশ দেখি,চাঁদ তারাদের সাথে,
তোমার সুরেতে হৃদয়ে আমার সাগরের ঢেউ ওঠে।


তোমার বিরহ কাঁদায় আমায় তুমি থাকো যে অনুরাগে,
বলবে কি আমায় এ দুটি আঁখি কেন নিশাচর সম জাগে?
কেন এ মন প্রতি ক্ষণে ক্ষণে আজো তোমারেই খুঁজে ফেরে!
বলো না আমায়,আজকেও তুমি,সে ভালোবাসা বাসো গো মোরে?


তোমার হাতের স্নিগ্ধ পরশ ফুলের ছোঁয়ারই মত,
ধুয়ে মুছে যায় শত অভিমান মোর হৃদয়ে লুকায়িত যত।
কত প্রেম যে আমি করি গো তোমায় কিভাবে বোঝাই আজি!
হৃদ কাননে দেখো যদি চেয়ে তুমি পাইবে ফুলের সাজি।


আমার এ প্রেম নিকষিত হেম রাগে অনুরাগেই থাকে,
এ অনন্ত প্রেম ঘুমোয় না যেন মরণ নামের ফাঁকে।
চোখের কাজলে মেঘবালিকারা বুকে বৈশাখ রূপেই নাচে,
তবু এ প্রেম জানি না কেন গো আজ সংশয় নিয়ে বাঁচে!


তোমার প্রেমের অবারিত ধারা গঙ্গা সম বহে বুকে,
তুমি জেগে রও শরতে ফাগুনে আর ও উন্মাদ বৈশাখে।
জানিনা কেন গো ভুলিয়াছো তুমি আজ এ মনেতে দাগ কেটে!
আমার দু'চোখ সদা থাকে গো চেয়ে শবরীর প্রতিক্ষাতে।