কবিতা:-প্রেম হীনে হবি রাই।    
           মনোজ ভৌমিক


সময়কালে আসিস নি তো এমনি অঝোর ধারে!
আজ যে হেথায় সৃষ্টি সুখ তোর কারণে হারে ,
বনে বনে ফুলেরই মেলা গাইছে ভ্রমর গান,
চারিদিকেতে হলুদ কথা সজীব সবুজ প্রাণ।


অসময়ে তোর আসাটা কি হয়েছে হেথায় ঠিক!
শীত যখন বাসছে ভালো তোর থেকেও অধিক।
হিংশুটি তুই বড্ড ঠ্যাঁটা শুনিস না কেন কথা!
তোর হেতু দেখ না সবাই পাচ্ছে কেমন ব্যথা!!


জানিস না তুই সর্দি কাশিতে মরবে কত লোক!
রাস্তাপানে দেখ চেয়ে ওরা করছে কত শোক!
নতুন সনে নতুন দিনে তোরও কি নাচা চাই!
এমনি যদি হোস বেহায়া প্রেম হীনে হবি রাই।