কবিতা:- প্রেমিক পুরুষ
কবি:- মনোজ ভৌমিক


লালটুসটুসে মানুষগুলো বড্ড চতুর হয়,
যখন তখন যেথায় খুশী তাদেরি জয় হয়।
তারমধ্যে থাকে যদি একটু পয়সার আশ্রয়,
মনের মধ্যে তখন তাদের প্রেমের জন্ম হয়।


সেদিন দেখি গগনবাবু সুন্দর চেহারা নিয়ে,
সকালবেলা প্রাত:ভ্রমণ করছেন পার্কে গিয়ে।
সামনাসামনি সুমনাদেবী! হাসলেন ফিক করে,
"কেমন আছেন ম্যাডাম? স্কুল যাচ্ছেন তো সময়ে?"


সূত্র পেয়েই দাঁড়িয়ে গেলেন প্রাত:ভ্রমন ছেড়ে,
ইনিয়েবিনিয়ে কত কথা চেহারাতে নজর গেড়ে।
বলেন হঠাৎ,"আপনার মত টিচার ক'জন আছে?
এত সুন্দর রূপের গড়ন,স্কুলে কি আর আছে?"


রূপের তারিফ শুনেই ম্যাডাম আহ্লাদে গদ হলেন,
হঠাৎ করে গগনবাবু,নিজের সেলনম্বরটা দিলেন।
ওদিন থেকেই অফিস-স্কুলে ওয়াটস্যাপ-ম্যসেঞ্জারে,
বলেন তারা মনের কথা দিনে দু'তিন বার করে।


এই ধরনের লোকেদের ভাই চরিত্রটাই খাসা,
স্ট্যাটাস দেখে দস্তি করে,চামড়াটা চাই সাদা।
সেদিন দেখি পথের মাঝে কামনা দেবী এলেন,
গম্ভীর হয়ে মুচকি হাসি,"মেয়ে কেমন আছেন?"


এম বি এটা হলেই কিন্তু আমায় কল করবেন,
বড় জায়গায় হাত আমার,নিঃসঙ্কোচে বলবেন।
বুঝেশুনে কামনা দেবী মুচকি হেসে তফাৎ যেই হলেন,
ওদিক থেকে কানাইবাবু,"ছেলের চাকরীর কি করলেন?"


মুখ ঘুরিয়ে গগনবাবু হঠাৎ উল্টো রাস্তাটা ধরলেন,
শুনেও তিনি শোনেননি কিছু অন্য রাস্তায় এগোলেন।
ঐ চেহারার মানুষগুলিই আজ সমাজের কাছেই দামি,
পয়সা হয়েছে,পরস্ত্রীকে ফ্রেণ্ড বানিয়ে তারিফ করতে শুনি।


বলছি তোদের ওদের প্রতি আজ নজর রাখা চাই,
নইলে পরেই সুখের সংসারে আগুন লাগবে ভাই।