কবিতা:- প্রকৃত ঈশ্বর
             মনোজ ভৌমিক


প্রতিদিন বটগাছটাকে দেখি,
আর মুগ্ধচিত্তে চেয়ে থাকি!
কি সুবিশাল চেহারা নিয়ে দাঁড়িয়ে!
কতশত যন্ত্রণা রয়েছে লুকিয়ে,
প্রচন্ড রোদ্দুর ঢাকে গ্রীষ্মের দিনেতে,
ঝড় আর ঝঞ্ঝাতে সদা নীরব  থাকে।
বর্ষার গভীরতায় আমাকে লুকিয়ে রাখে,
শরতের হাসি আমার মুখেতে দেখে।
হেমন্তের কুয়াশা সরিয়ে দেয় চোখের থেকে,
শীতের হিমেল হাওয়ায় বাঁচিয়ে রাখে।
ফাগুনের মন রাঙানো ভালোবাসার ছবি দেয় এঁকে।
সকালের ঈশ্বর লুকিয়ে,এ হৃদয় বাবাকে দেখে।