কবিতা:- প্রশ্ন রয়ে যাবে
             মনোজ ভৌমিক


মাস দিন আসে যায় এই পৃথিবীর বুকে,
১৪২৭ বৈশাখের খবর কেইবা রাখে!
ঐ ঝিমানো ক্যালেন্ডারে যেন মুখ গুঁজে রয়,
শত শত ব্যথা কথা একা বুকে চেপে সয়।


বৈশাখের রুদ্ররূপ হেথা দেখে নিল সবে,
নিরাভরণ ঐ রূপ আগে কে দেখেছে ভবে!
হৃদয় অলিন্দ ছুঁয়ে চলে যায় মৃত্যু রোগ,
বৈশাখ বৈশাখ নয় যেন রাশি শোকভোগ !


ঈশানের কালো চোখে জাগে বিজলী চমক,
উন্মাদ হাওয়া ক্ষণে ক্ষণে দিচ্ছে যে ধমক।
দু'চোখে বেয়ে। অশ্রুবিন্দু হঠাৎই ঝরে পড়ে,
কারা যেন ঘুমিয়ে পড়েছে মাটি বুকে করে।


সময়ের কান্না বুকে আজ কারা হেঁটে য়ায় !
ওরা যে অকুতোভয় ভাবনায় বেঁচে রয়।
এ বৈশাখ যদিওবা গেল আশাহত মনে!
ঐ বর্ষা কি বাজাবে নুপুর বিষন্ন ভুবনে!!


প্রকৃতি উঠবে হেসে সেই সবুজে শ্যামলে !
সরোবর ভরবে আবার কামিনী কমলে !!
প্রশ্ন রয়ে যাবে কাল এই ধরিত্রীর বুকে,
হপ্তা মাস বছরের ক্রম কেবা মনে রাখে।