কবিতা :-প্রশ্ন রয়ে যায়
             মনোজ ভৌমিক


শব্দ তৈরি হওয়ার আগে,অক্ষরদের প্রজনন হয়,
অন্ধ অক্ষরেরা কিন্তু বোঝে না মাতৃত্বের যন্ত্রণা।
শব্দ ভ্রুণের মধ্যেই অনুরোণিত হয় মাতৃত্বের খোঁজ,
কন্ঠ চিরে ওই শব্দদের প্রসব হয়।
প্রসবিত বলিষ্ঠ শব্দে জেগে ওঠে ভাষা--"মা,"
যার মধ্যে রয়েছে শব্দ অক্ষরের দৃঢ়তা।
ঐ অক্ষর বা শব্দটার প্রজনন হয় না,
তাই ভাষা শহীদরা ওদিন বিশ্বকে বুঝিয়েছিলো,
মাতৃভাষার কোনো বিকল্প হয় না।
কিন্তু এই অন্ধ আধুনা যুগে প্রশ্ন রয়ে যায়,
ঐ শব্দটার আজ মূল্যায়ন কোথায়?
আজ শহর থেকে গ্রাম- গ্রাম থেকে শহর...
আজ শুনি শব্দটার বোবা কান্না।
ভাষা শহীদদের যন্ত্রণা বুকে নিয়ে
কেন মাতৃত্ব ঘুমোয় হেথা বড় বেদনায়?