কবিতা:-    প্রথম বৃষ্টি
                 মনোজ ভৌমিক


ন'টে গাছটি মুড়িয়ে দিয়ে রাতগল্প শেষ হল,
দিগন্তে পাগল হাওয়া, ভোরে বৃষ্টি নিয়ে এল।
প্রথম ভিজে উন্মাদ মতি, হৃদয়ে জ্বালাতন,
তৃষিত বুকে স্বপ্নের সুখে,তনুমন উচাটন।


বৃষ্টি তো সৃষ্টি কথা,মাটির বুকে চোখ রাখো,
রিক্তা মাটি প্রসন্ন , সেঁদো বাস নিয়ে দেখো।
ওই গন্ধে বকুল হাসে, কদমও ফোটে উল্লাসে,
প্রাণে আজ তৃপ্তি আসে ,মন্দ্রিল মগ্ন সুখে।