কবিতা:-প্রথম দেখার সেই স্মৃতি
✍️ মনোজ ভৌমিক


এখন শুধু মেঘ হাতড়ে
করছি মিছেই কল্পনা,
রোমন্থনে বড়ই যে সুখ
নিজের মনেই জল্পনা।


বুঝবে না তো আজকে কেউ
মন হারানোর যন্ত্রনা,
বাউল হাওয়া অবুঝ প্রাণে
ঠিকানা যার ঘর কানা!


অরূপ লোচন বড় চঞ্চল
সৌদামিনী মুখ জুড়ে,
ঠোঁটের হাসি হয়নি বাসি
চিত্ত আজো বেশ উড়ে!


কুঞ্চিত কেশ ললাটছুঁয়ে
মুগ্ধতাকে হার মানায়,
চিবুক ছোঁয়া কালো সে তিল
হৃদয়টাকে বেশ রাঙায়!


কন্ঠে ছিল সাতনরী হার
ঝুমকো লতায় কান দুটি,
খোঁপায় ছিল বেল-চামেলি
গন্ধরাজও সাথে জুটি!


আকাশ ছোঁয়া নীল শাড়িতে
বেশ অপরূপ তনুখানি!
কন্ঠে কারুর ছিল না স্বর
লজ্জায় মুখ পানি পানি!!


বলতে পারিনি সেদিন কেউই
'ভালোবাসি' এই কথা,
হৃদয় জুড়ে খেলছে আজো
যক্ষ মেঘের উপকথা।


কেমন করে ভুলবো বলো
হৃদয় হারানো সেই তিথি!
মনের গহীনে জেগে আছে
প্রথম দেখার সেই স্মৃতি।