কবিতা :- প্রতিবাদী নিয়মটা বদলানো হোক
                  মনোজ ভৌমিক


গোলমাল! গোলমাল! ভাই বড় গোলমাল!
সত্তরের পরেও এ দেশেতে চলছে যে হরতাল!
হরতালে আছে কি তাল?থাকে যে বিষম ঝাল,
তোমাতে আমাতে ঝাল দিয়ে,নেতাগণ হন মালামাল।


নেতাদের ভাষণ শুনে শুনে মন ভরেছে যে অনেক,
বন্ধ যে কত কারখানা,ধুঁকছে যে কোটি খানেক।
ইনক্লাবী আন্দোলনে জং ধরা আজো কত তালা!
আধপেটা শরীরে ঘুরে মরে কারা!প্রাণ ঝালাপালা।


হঠাৎ আমন্ত্রণ কাল প্রাতে হবে রণ,
ঘুম ভাঙা চোখ জাগে,বিষণ্ণ মনে বড় জ্বালাতন।
বলতে পারো,কার কি মুনাফা আছে এত সব হরতালে?
দেশ ডুবে যায় যাক, নেতা চলে রাজনীতি খেলা ছলে।


তুমি আমি সেই লোক,চুপচাপ বসে বসে করি শোক,
বলছি কি কেউ,"প্রতিবাদী নিয়মটা বদলানো হোক।"
আসল কথাটা ভাই তুমি আমি,আমি তুমিতে নাই,
নিজস্বতা বিকিয়ে, রাজনীতির তামাসা দেখে যাই।