কবিতাঃ- প্রতিজ্ঞা দিবস
✍️ মনোজ ভৌমিক


ভালোবাসার নীল আকাশে
বিষবাষ্প কেন উড়ে?
বলতে পারো সত্যিকারের
ভালোবাসা বলে কারে??


সাত সকালে ভাঙছে ঘর
ভিজছে বালিশ রাতে,
প্রতিজ্ঞা আজ হাপিত্যেশে
সময়ের সংঘাতে।


প্রতিজ্ঞা তো ভীষণ কঠিন
ছেলে খেলা নয় জেনো,
ভালোবাসার প্রকৃতত্ব
ওইখানেই বা কেন!


অনুভূতি কেন হারিয়ে যাবে
হৃদয়ের নীল বিষে?
ভালোবাসা তো পূজার ফুল
প্রতিজ্ঞায় কেন পিষে??