কবিতাঃ- প্রতিশ্রুতি
কলমেঃ- মনোজ ভৌমিক


এবার গণেশ লাড্ডু না হয় তোর মা'র হাতেই খাস,
জানিস তো হেথায় বাতাসে বিষ ফেলছে যে নিঃশ্বাস!
ঐ নীলকণ্ঠ বাবাও যে আজ বিমুখ হয়েছেন ওরে!
বলনা আজকে তোরে আমরা পূজবো কেমনে করে!!


তোর কথাটা ভাবতে গিয়ে কান্নায় দু'চোখ ভাসে,
শরৎ আকাশ মেঘে ভরা নেই হাসি আজ কাশে!
হৃদয় নদীর ভাঙছে দু'কূল মনেতে নেই উচ্ছাস,
তুই তো প্রভূ বিঘ্নহন্তা আমার গভীর বিশ্বাস।


নাই বা রইলো সে আড়ম্বর না রইলো সে খুশি!
মনের দুয়ারে বসিয়ে তোরে পূজতে ভালোবাসি।
আয়রে গণেশ ছদ্মবেশে এই ভুবনটা যা ঘুরে,
দেখেরে হেথায় কাতর কন্ঠে ডাকছে সবাই তোরে।


বিঘ্নিত এ সময়টাকে তুই দে না রে দূর করে,
সামনের বছর পূজবো তোরে বড়ই সাড়ম্বরে।