পদ্যকবিতা:- রাবণ দহনে
                 মনোজ ভৌমিক


জ্বলছে রাবণ উড়ছে আগুন আকাশ পানে দেখি,
ত্রেতা পেরিয়ে, দাপর হারিয়ে, কলি!সত্য এলো নাকি?
ঐ সত্যটাতো ডুমুরের ফুল,আজকে ও কোথায় আছে?
ঘোর কলিতে আমরা সবাই রাবণ, সত্য মরে গেছে।
কোন যুগেতে রাবণ ছিলোনা,বলতে পারোবে গো তুমি?
এ যুগেতেও রাবণ ঘোরে,যদিও রাম জন্মভূমি।
শতাব্দীর পর শতাব্দী, রাবণ জ্বালালে কত!
জ্বলেছে কি একটিও রাবণ?রামেরাই সব হত।
বন্ধ করো এ প্রদূষণ,মনে ভাবনা ছবি আঁকো।
রাম-রাবণ বিদ্বেষেতে আজও সমাজ কেন ঢাকো?
লাখো রাবণ জ্বালিয়ে তুমি আজকে পেলে বলোনা কি?
মনের মধ্যে সেই রাম ভাবনাটা জাগাতে পেরেছো কি?
ভাব জাগানিয়া ভাবনাটাকে এবার হৃদয়ে ভরো,
আগুনি প্রথা বন্ধ করে,মানুষী ভাবনা গড়ো।