কবিতা:- দাদার আশীষ
           মনোজ ভৌমিক


সময় হারানো ব্যথার মধ্যে সুখটা আমি খুঁজি,
শীত ঘুমোলে বসন্ত আসে সেটাও আমি বুঝি।
বোঝার মধ্যে বোঝা থাকে,মনেতে জ্বালাতন,
দুখের মাঝে হাসি,যখন খুশিতে প্রিয় বোন।
আঙুল ধরা বোন আমার আজকে রাজার রাণী,
ঈশ্বরে চেয়েছি এটাই,আর কিছুই চাইনি।
ফাগুন ঘুরে চৈত্র,কিংবা উন্মাদ বৈশাখী,
বর্ষা ডোবা ভাদ্র এলেও,চোখে শরৎ যেন দেখি।
হেমন্তটাকে দেবো রে বলে দেয়না যেন উঁকি,
শীত বিদায়ী বসন্ত যেন দেয়না তোদের ফাঁকি।
সারাজীবন কোয়েল ডাকা মনেতে থাকিস তোরা,
দীর্ঘায়ত হোক বসন্ত,না আসে যেন জ্বরা।
কার্তিক কুমার স্বামী তোর, সুখে তোরা থাকিস,
বারোর জোড়া বসন্তে রইলো আমার আশীষ।