কবিতা:- রাস্তার কৃষ্ণচূঁড়া
কবি:- মনোজ ভৌমিক


শত আঘাতেও কৃষ্ণচুঁড়া দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারেতে।
লোভী মানুষদের আকাঙ্ক্ষিত  রক্তিম ফুল দিয়ে যায় অবলেশে।
ঐ মানুষগুলো কী দিয়েছে তাকে?
জীবনের করুণ যন্ত্রণা শুষ্ক বাকলে লুকিয়ে রেখে
মানুষকে প্রেম হাসি হাসিয়ে যায় সে।
গ্রীষ্মের ভয়ঙ্কর নিদাঘে কেউ ভালোকরে দেখেনি তাকে
দুরন্ত সাইক্লোনে ঋজু হয়ে বেঁচে থাকার চেষ্টা রয়েছে সে।
অবিশ্রান্ত বরষায় চুপচাপ ভিজেছে সে
কোনো অভিযোগ না রেখে।
হেমন্তের ধোঁয়াশামাখা বিরহ কাঁপুনিতে
শীতের দাপটকে আলিঙ্গন করেছে সে হেসে হেসে।
তার হৃদয়ের কোনো কথা কেউ শোনেনি কোনো কালে।
কেবলি আকাশপানে চেয়ে ঈশ্বরে অনুনয় করেছে সে।


আজ কৃষ্ণচুঁড়ার দেহে বসন্ত এসেছে!
তাই ঐ স্বার্থান্বেষী মানুষগুলো চুপিসারে তারে দেখে,
তার ফুটন্ত যৌবনে চুমু খেতে আসে।
মানুষের চরিত্র কী শুধু নিতেই শিখেছে?
দিতে শেখেনি কী কোনো কালে?